About Us | Contact Us |

শাক্য-সিথিয়ান (Scythian), পর্ব - ১

শাক্য-সিথিয়ান (Scythian), পর্ব - ১

গত পরশুদিন বিশ্বেন্দু নন্দ দাদার একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক তথ্য মনে হলো লিখে রাখি। হয়তো কারো কাজে লাগতে পারে। কারণ এগুলি সিথিয়ানদের সর্ব পূর্ব অংশের একটি রেকর্ড। এর মধ্যে Sudipto Pal দাদা ষোল জনপদের প্রশ্ন করেছিলেন। তাদের মধ্যে এই পাঁচটি কে চীনারা সব সময় আলাদা চোঁখে দেখেছে। সিথিয়ানরা একটা বিরাট বড় জনগোষ্ঠী। তাদের অসংখ্য শাখা-প্রশাখা ছিল যা এখন বিভিন্ন ধর্মের আড়ালে ঢুকে গিয়ে তাদের পুরনো পরিচয় মুছে গেছে।

চিনা ইতিহাসে পাঁচটি সিথিয়ান (তাদের মতে অসভ্য উপজাতি) ছিল ডি, জিই 羯, কিয়াং 羌, Xianbei 鮮卑,এবং Xiongnu匈奴|

উত্তর চীনের জনসংখ্যার মিশ্র জাতিসত্তার কারণে জীবনযাত্রা এবং সমাজে বিভিন্ন মডেল তৈরি হয়েছিল। কিনঝো 州 এবং ইয়ংঝো 州 (আধুনিক শানসি) প্রদেশের কিছু Di সম্প্রদায় এবং বিংঝো #州 (আধুনিক শানসি) প্রদেশের Xiongnu এখনও তাদের জনজাতীয় বৈশিষ্ট্য ধরে রেখেছে। অনেক জনজাতীয় সমাজের মধ্যে দাসপ্রথা খুবই সাধারণ ছিল এবং দাসরা ছিল "বর্বরদের" পরিবারের একটি খুবই স্বাভাবিক অংশ। অশান্ত রাজনীতি এবং বহু স্থানান্তর উত্তর চীনের সমাজের বিভিন্ন অংশের সমতলকরণে অবদান রেখেছিল, যাতে ষোলটি রাজ্যের শেষের দিকে, এই যুগের শুরুর তুলনায় চীনা এবং অ-চীনাদের মধ্যে পার্থক্য কমে গেছিলো। 5 শতকের মাঝামাঝি Xiongnu, Di, Jie এবং পশ্চিম Xianbei চীনাদের সাথে একীভূত হয়েছিল এবং তাদের জনগণের ভিতরে পার্থক্য অদৃশ্য হয়ে গিয়েছিল।

কৃষক এবং শহরের বাসিন্দাদের সাধারণত পরিবারের রেজিস্টারে তালিকাভুক্ত করা হত (হুজি) যা কর আদায়ের ভিত্তি হিসাবে কাজ করতো। চিনের বহু দশকের যুদ্ধের পর ক্রমবর্ধমান অনিশ্চিত পরিস্থিতির সাথে সাথে অনেক কৃষক তাদের নিজস্ব জমি ছেড়ে দিয়ে বড় জমির মালিকের অধীন হয়ে পড়ে এবং তাদের নিজস্ব গৃহে বসবাসকারী মুক্ত কৃষকদের থেকে (হুকোউ) ভাড়াটে কৃষক বা পরাক্রমশালীদের পরিবারের চাকরদের মধ্যে রূপান্তরিত হয়। একটি বিশিষ্ট পরিবারের অন্তর্গত জমির মালিক (ডাক্সিং হাওকিয়াং 大姓豪強)। এই জমির মালিকেরা শুধুমাত্র তাদের মালিকানার কারণেই নয় বরং দুর্বল কেন্দ্রীয় সরকারগুলি তাদের সারা দেশে একটি নিয়মিত প্রশাসন গড়ে তুলতে সক্ষম হয়নি বলেই বৃহৎ ভূমির উপর দখলদারিত্ব নিয়েছিল। জমির মালিকদেরও কিছু রাজনৈতিক দায়িত্ব পালন করতে হতো। তাদের মধ্যে অনেকেই নিজেদের সৈন্যবাহিনী দিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করেছিল এবং তাদের জমিদারি সুরক্ষিত রেখে ছিল। তাদের পরিবারের মধ্যে বসবাসকারী অনেক লোককে "লুকানো এবং নির্ভরশীল পরিবার" বলা হত (ইনফু হুকু 蔭附戶口)। অর্থাৎ তারা ট্যাক্স রেজিস্টারে তালিকাভুক্ত ছিল না (বিয়ান হু)। অ-চীনা সম্ভ্রান্তদের পরিবারে একই রকম ব্যবস্থা গড়ে উঠেছিল। একইভাবে তারা অনেক চাকর ও ক্রীতদাস থাকা সত্ত্বেও তারা কেন্দ্রীয় সরকারকে কর দিত না।

সৈয়দ নকিব মাহমুদ
সৈয়দ নকিব মাহমুদ

ইতিহাস অন্বেষক

শাক্য-সিথিয়ান (Scythian), পর্ব - ১

21 July, 2025 | : সৈয়দ নকিব মাহমুদ

শাক্য-সিথিয়ান Scythian-পর্ব-দুই

25 July, 2025 | : সৈয়দ নকিব মাহমুদ

শাক্য-সিথিয়ান Scythian-পর্ব-তিন

20 August, 2025 | : সৈয়দ নকিব মাহমুদ