এ বড়ো সুখের সময় নয়।হিন্দুত্বের আগ্রাসী রাজনীতির ফলে বিপন্ন সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা,গণতন্ত্র, মতপ্রকাশের অধিকার তথা এক বহুত্ববাদী ভারতের ধারণা। এই নতুন ভারত এককেন্দ্রিক ও ফ্যাসিবাদী চিন্তার উৎসাহী সমর্থক। এই সময়কে চিহ্নিত করতে,তার অর্থনীতি,রাজনীতি ও দর্শনকে উপলব্ধি করতে পূর্বাঞ্চল পত্রিকা