About Us | Contact Us |

অনুভব

অনুভব

র্ম নিয়ে  হিংসার  জাল বুনে চলেছে কারা যেনো,  একটি বয়ান বার বার  সর্বস্তরে ছড়িয়ে পড়ছে , এ দেশের শত্রু হলো এক বিশেষ সম্প্রদায়ের মানুষ,  হ্যাঁ সব মানুষ গুলো সে সম্প্রদায়ের দেশদ্রোহী, দেশের যাবতীয় উন্নতির শত্রু। তথাকথিত প্রগতিশীল  সমাজেও সে কথা শুনি,  সেখানেও বিপুল সমর্থনও দেখি।  গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট কি তাহলে মুখ ঢেকে নিয়ে  হিন্দু রাষ্টহতে চলেছে?
      এখানে প্রথম, দ্বিতীয় শ্রেণী হিসাবে ভাগ করা হবে কি নাগরিক দের?
    প্যালেস্তাইন এর এই বিভীষিকাময় শিশু হত্যা কি নিদারুণ যন্ত্রণা এনে দিয়েছে মনে, কতো বার সে কথা ভেবে শিউরে উঠেছি, বলেছি কতবার কাউকে, পরে দেখেছি কতো জায়গাতে তার সমর্থন! ইসরায়েল ঠিক করেছে ,এমন কথা শুনে বুকটা কেঁপে উঠেছে। যারায় এই ধারার বিরুদ্ধে কথা বলেছে,  হেনস্থা হয়েছে। হিন্দুত্ববাদী ভারতবাসীর কাছে    প্যালেস্টাইনের শিশু হত্যা কোনো ছাপ ফেলেনি।
     সম্প্রতি হয়ে গেলো হোলি উৎসব, সেই প্রাচীন কাল ধরে চলে আসা এই উৎসব বড় সুন্দর আর আনন্দের। তবে আজ এই উৎসব আর উৎসব নেই, টা পেশী শক্তির জয়ের উৎসব,  সে অপর  ধর্মের উপর পিষে ফেলার অহংকারের উৎসব, যা দিয়ে বোঝানো যাবে ক্ষমতা আর হিংসার জয়ের পতাকার স্পর্ধা। দেশের কোথাও কোথাও দেখেছি গণ পিটুনি , কারণ সে রঙ মাখতে চাই নি, আর সে অন্য সম্প্রদায়ের, নিজের সম্প্রদায়ের না!তাই মারো তাকে মেরে ফেলো!
     সংখ্যাগুরু উৎসব মানাবে তো একদিন সংখ্যা লঘু উপসনালয় না গেলেই নয়? মানিয়ে চলো,  মেনে চলো এই ধারা।   কেনো যাবে মসজিদ? হোক না সে শুক্রবার?এই উন্নয়নের ধারা মেনে চলো, মসজিদে গিয়ে হোক রামের গুণগান। চুপ থাকো। হ্যাঁ রাষ্ট ধর্মনিরপেক্ষতার ঘোমটা টেনেছে! হ্যাঁ দ্বিতীয় শ্রেনীর নাগরিক বলে  ম্যানতা দিচ্ছে । শুধু মুসলিম বলে ট্রেনে দেখেছি ছোঁয়া যাবে বলে  সিট এ   একটু সরে সরে যেতে।হ্যাঁ দেখেছি মুসলিম বলে স্কুলে শিশুদের চুম্বন না দিতে সে খুব কাঁদলেও।  বুঝিয়ে দিচ্ছি আমরা, তোমরা  সেকেন্ড ক্লাস নাগরিক। রাষ্ট কি দাঁড়াচ্ছে এই ভীষন অসন্তোষের মাঝে নিরপেক্ষতা আনতে?তাহলে ফিরে কি আসবে না এর প্রতিফলন?তাহলে কি আমরা  দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমাদের শিশুদের মৃত্যুমিছিল!

দোলন চ্যাটার্জি
দোলন চ্যাটার্জি

বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও চিন্তাবিদ