About Us | Contact Us |

অরুন্ধতী রায় ও এ জি নুরানির বই নিষিদ্ধ, সমালোচকদের মতে এই পদক্ষেপ মুক্তচিন্তার ওপর আঘাত  

লিখেছেন : আশিস গুপ্ত
অরুন্ধতী রায় ও এ জি নুরানির বই নিষিদ্ধ, সমালোচকদের মতে এই পদক্ষেপ মুক্তচিন্তার ওপর আঘাত  

জম্মু ও কাশ্মীর হোম ডিপার্টমেন্ট সম্প্রতি এক আদেশে অরুন্ধতী রায়, এ জি নুরানি এবং অন্যান্য বিশিষ্ট লেখকের লেখা ২৫টি বইয়ের প্রকাশনা নিষিদ্ধ করেছে। লেফটেন্যান্ট-গভর্নর মনোজ সিনহার নির্দেশে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই বইগুলো “বিচ্ছিন্নতাবাদ” প্রচার করে এবং “জম্মু ও কাশ্মীরে একটি মিথ্যা আখ্যান” তৈরি করে। সরকার জানিয়েছে, এই ধরনের সাহিত্য তরুণদের মনে ‘অভিযোগ, ভিকটিমাইজেশন এবং সন্ত্রাসী বীরত্ব’-এর সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়েছে যে, এই বইগুলো ঐতিহাসিক তথ্য বিকৃত করে, সন্ত্রাসীদের মহিমান্বিত করে, নিরাপত্তা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে, ধর্মীয় মৌলবাদকে উৎসাহিত করে এবং সহিংসতা ও সন্ত্রাসবাদের দিকে পরিচালিত করে। সরকারের এই পদক্ষেপের আইনি ভিত্তি হিসেবে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ১৫২, ১৯৬, ১৯৭ ধারা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ৯৮ ধারাকে উল্লেখ করা হয়েছে। এই ধারাগুলোর অধীনে, সরকার এই বইগুলোর প্রকাশনা এবং কপি বাজেয়াপ্ত ঘোষণা করেছে।নিষিদ্ধ হওয়া বইগুলোর সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো, যেখানে এ জি নুরানির মতো বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞের লেখা ‘দ্য কাশ্মীর ডিসপিউট ১৯৪৬-২০১২’, সুমন্ত্র বোসের ‘কাশ্মীর অ্যাট দ্য ক্রসরোডস’ এবং অরুন্ধতী রায়ের ‘আজাদি’-এর মতো গুরুত্বপূর্ণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে:Human Rights Violations in Kashmir - পিওতর বালসেরোভিচ এবং অ্যাগনিয়েস্কা কুসেভস্কাKashmiris Fight for Freedom - মহম্মদ ইউসুফ সারফColonizing Kashmir: State-Building under Indian occupation - হাফসা কানজওয়ালKashmir Politics and Plebiscite - ড. আব্দুল গোকহামি জব্বারDo You Remember Kunan Poshpora? - এসসার বাতুল ও অন্যান্যMujahid ki Azan - ইমাম হাসান আল-বানা শহীদAl Jihadul fil Islam - মাওলানা মওদুদিIndependent Kashmir - ক্রিস্টোফার স্নেডেনResisting Occupation in Kashmir - হেলি ডুশিনস্কি, মোনা ইন ভাট, আথার জিয়া এবং সিনথিয়া মাহমুদBetween Democracy & Nation: Gender and Militarisation in Kashmir - সীমা কাজীContested Lands - সুমন্ত্র বোসIn Search of a Future: The Story of Kashmir - ডেভিড দেভাদাসKashmir in Conflict: India, Pakistan and the Unending War - ভিক্টোরিয়া স্কোফিল্ডThe Kashmir Dispute: 1947-2012 - এ জি নুরানিKashmir at the Crossroads: Inside a 21st-Century Conflict - সুমন্ত্র বোসA Dismantled State: The Untold Story of Kashmir after Article 370 - অনুরাধা ভাসিনResisting Disappearance: Military Occupation & Women’s Activism in Kashmir - আথার জিয়াConfronting Terrorism - মারুফ রাজা (সম্পাদিত)Freedom in Captivity: Negotiations of belonging along Kashmiri Frontier - রাধিকা গুপ্তKashmir: The Case for Freedom - তারিক আলি, হিলাল ভাট, আংগনা পি. চ্যাটার্জি, পঙ্কজ মিশ্র ও অরুন্ধতী রায়Azadi - অরুন্ধতী রায়USA and Kashmir - ড. শামশাদ শানLaw & Conflict Resolution in Kashmir - পিওতর বালসেরোভিচ এবং অ্যাগনিয়েস্কা কুসেভস্কাTarikh-i-Siyasat Kashmir - ড. আফাকKashmir & the future of South Asia - সুগত বোস ও আয়েষা জালাল (সম্পাদিত)এই পদক্ষেপটি সাহিত্য ও মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুতর প্রশ্ন তুলেছে। সরকার যেখানে এই বইগুলোকে “বিচ্ছিন্নতাবাদী” আখ্যা দিয়েছে, সেখানে সমালোচকদের মতে এই বইগুলো মূলত একাডেমিক, ঐতিহাসিক এবং সাংবাদিকতামূলক পর্যবেক্ষণ যা কাশ্মীরের জটিল পরিস্থিতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরে। বিখ্যাত এবং আন্তর্জাতিক লেখকদের রচনা নিষিদ্ধ করা সম্ভবত আলোচনার পথ রুদ্ধ করে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক আখ্যান চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। এই নিষেধাজ্ঞা কেবল বইয়ের বিষয়বস্তু নিয়েই নয়, বরং মুক্ত চিন্তা ও বহুমাত্রিক আলোচনার অধিকার নিয়েও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

আশিস গুপ্ত
আশিস গুপ্ত

বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী